Friday, October 11, 2024
দেশ

‘ভারত মাতা কি জয়’ ধ্বনি তুলে রাজকীয় ভঙ্গিতে নতুন সংসদ ভবনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী-মন্ত্রী-সাংসদরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুরনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবার নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। গণেশ চতুর্থীর পুণ্য তিথিতেই নতুন সংসদ ভবনে কার্যক্রম শুরু করলো কেন্দ্রের মোদী সরকার। 

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত মাতা কি জয়ধ্বনি তুলে সংসদ ভবনে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সকল মন্ত্রী, সাংসদরা। মিছিলের মতো করে হাঁটতে হাঁটতে নতুন সংসদ ভবনে পা রেখেছেন তাঁরা। 


নতুন সংসদ ভবনে প্রবেশের সময় প্রথম সারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একপাশে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যপাশে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

উল্লেখ্য, গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন তিনি।