Friday, October 11, 2024
দেশ

দেশে ফিরলেন অভিনন্দন বর্তমান, কিছুক্ষণ পরেই দিল্লি যাবেন

ওয়াঘা: উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৩ দিন পাকিস্তানে থাকার পর আজ দেশে ফিরলেন। ওয়াঘা সীমান্তে দিয়ে তাঁকে ভারতের হাতে তুলে দিল পাকিস্তান।

বিগত কয়েকদিন ধরেই লাগাতার ভারতের চাপের কাছে অবশেষে হার মেনেছে পাকিস্তান। গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের হাতে ধরা পড়েছিলেন অভিনন্দন। তারপর থেকেই অভিনন্দনের নিঃশর্ত মুক্তিতে আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করেছে পাকিস্তান। ফলত ফের কূটনৈতিক জয় ভারতের।

অভিনন্দনের মুক্তিকে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা বললেও ভারত তা মানতে রাজি নয়। গতকালই ভারতীয় বায়ুসেনা সাফ জানিয়ে দিয়েছে অভিনন্দনের মুক্তি হয়েছে জেনেভা চুক্তি মেনে।

অভিনন্দনের মুক্তিতেও ভারত যে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সরে আসছে না সেই বার্তাও গতকাল দিয়ে দিয়েছেন তিন বাহিনীর শীর্ষ কর্তা।