Thursday, September 19, 2024
দেশ

ফের পাক ‘বন্ধু’ ইমরানের প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস মন্ত্রী সিধু

অমৃতসর: ফের ‘বন্ধু’ ইমরানের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ পাঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। তাঁর দাবি শান্তির বার্তা দিয়ে যেভাবে উইং কামান্ডার অভিনন্দনকে পাকিস্তান থেকে ছাড়া হচ্ছে, তাতে ইমরান প্রশংসার দাবি রাখেন।

বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপরই পাক প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সিধু।

টুইট করে সিধু লিখলেন, যে কোনও ভাল কাজ নিজে থেকেই তার রাস্তা তৈরি করে নেয়। তোমার সৌভ্রাতৃত্ব কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। আস্ত একটা দেশ আনন্দে মেতে উঠেছে। অভিনন্দনের বাবা মা ও কাছের মানুষদের কথা ভেবে ভালো লাগছে।

প্রসঙ্গত, এর আগে পুলওয়ামায় জঙ্গি হামলার পর সিধু মন্তব্য করেন, কয়েকজনের জন্য পাকিস্তানের গোটা দেশকে দোষী করা যাবে না। তাঁর এই মন্তব্য় ঘিরে গোটা দেশ তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে। সিধুকে জনপ্রিয় টিভি শো থেকেও বাতিল করা হয়।