Saturday, April 27, 2024
দেশ

গরু পাচার ও গো-হত্যার শাস্তি মৃত্যু: বিজেপি বিধায়ক

জ্ঞান দেব আহুজা নামে এক বিজেপি বিধায়কের মতে গরু পাচারকারী এবং গো-হত্যা যারা করবে তাদের অবশ্যই মেরে ফেলা উচিত। আর তাঁর এই বক্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে। একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে এমন মন্তব্য করলেন ওই বিধায়ক, প্রশ্ন তুলছেন বিরোধীরা।

এর আগে গত শনিবার আলোয়ার জেলার রামগড় গ্রামে জাকির খান নামে এক ব্যক্তিকে গরু পাচারের অভিযোগে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতেই বিজেপির এই বিধায়ক আহুজারের এই হুঁশিয়ারি।

আহুজার বলেন, ‘আমার সাফ কথা গরু পাচার এবং গো-হত্যার সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের মেরে ফেলা হবে।’ তাঁর প্রশ্ন, যেখানে গরুকে আমাদের দেশে পুজো করা হয়, সেখানে কেন গো-হত্যা করা হবে?

আহুজা আরো বলেন, ‘অন্যান্য এলাকার গরু পাচারকারীরা আলোয়ার হয়েই যাতায়াত করে। গ্রামবাসীরা যখন তাদের আটকাতে যায়, পাচারকারীরা পালটা গুলি চালায়। আমার প্রশ্ন, তারা এখানেই আসে কেন? মার খেতে আর মরতে? গ্রামের  প্রত্যেকেই গরু পাচারকারীদের উপর প্রচন্ড ক্ষুব্ধ।’