Thursday, April 18, 2024
দেশ

কুলভূষণ ও মায়ের মাঝে কাচের দেওয়াল, এটাই কি মানবিকতা?

মুম্বাই: কাচের দেওয়াল। নেই স্পর্শ করার অনুমতি। একপাশে কুলভূষণ যাদব অন্যদিকে তাঁর মা ও স্ত্রী। দু’পাশে রাখা ক্যামেরা। এই ছবি প্রকাশ হতেই পাকিস্তানের সমালোচনা করলেন কুলভূষণ যাদবের ছোটোবেলার বন্ধু তুলসীদাস পাওয়ার।

প্রাক্তন নৌসেনা অফিসার তিনি। কী বলেছেন তিনি ? সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তুলসীদাস জানিয়েছেন, “ভাবতে পারেন, দু’বছর আগে এক মায়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর ছেলের।

কাচের মধ্য দিয়ে ছেলেকে দেখে এবং স্পর্শ করার সুযোগ না পেয়ে কেমন অনুভূতি হচ্ছে তাঁর?” তিনি আরও বলেন, “কুলভূষণকে তাঁর মাকে জড়িয়ে ধরার সুযোগ দেওয়া উচিত ছিল পাকিস্তানের।” আর কয়েকদিন পরই আন্তর্জাতিক আদালতে কুলভূষণের শুনানি রয়েছে।

কুলভূষণ যাদবের মা অবন্তীদেবী হয়তো ভেবেছিলেন সন্তানকে একটু জড়িয়ে ধরবেন। কিংবা চেতনকূলের মনে হয়েছিল স্বামীর সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলবেন। কিন্তু কোথায় কী? পুরোটাই লোক দেখানো। স্রেফ গ্যালারি শো করে ভারতবাসী এবং দুনিয়াকে বোকা বানাল পাকিস্তান।

সরবজিৎ সিংয়ের বোন দলবীর কৌর বলেন, “যখন এই ধরনের কঠোর নিরাপত্তা এবং ঘনিষ্ঠ আত্মীয়দের একটি কাচ দিয়ে পৃথক করা হয়, তখন এর একটা অর্থ আছে।”