Friday, April 26, 2024
দেশ

মহারাষ্ট্রের স্কুলে হিজাব নিষিদ্ধ

মহারাষ্ট্রের মুমব্রার একটি প্রাইভেট স্কুলে হিজাব পরিধান করা নিষিদ্ধ বলে নোটিশ দেওয়া হয়েছে। এমনকি স্কুল চত্বরে পরা যাবে না নিকাবও। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের জন্যও এই নিষেধাজ্ঞা বলবত্‍‌ থাকবে।

স্কুল কর্তৃপক্ষের জারি করা এই বিজ্ঞপ্তি বলা হয়েছে, স্কুল চত্বরের মধ্যে কেউ-ই মুখ ঢেকে রাখতে পারবেন না। ছাত্রীদের পাশাপাশি তাদের পরিবারের জন্য এই নিয়ম প্রযোজ্য। নিরাপত্তাকেই কারণ হিসেবে তুলে ধরেছে সিমবায়োসিস নামে ওই স্কুলটি।

স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অভিবভাবকদের একটা মহলে চরম অসন্তোষ তৈরি হয়েছে। সিদ্ধান্তের বিরোধিতা করে তাঁরা জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই স্কুল কর্তৃপক্ষ তাঁদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে।

স্কুল ট্রাস্টির তরফে কমলরাজ দেও বলেন, কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু, স্কুলে বসানো ক্যামেরায় পড়ুয়া ও তাদের অভিভাবকদের মুখ ধরা পড়াটা নিরাপত্তার কারণেই জরুরি। নিকাব বা হিজাব থাকলে, সেটা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন।