Wednesday, October 9, 2024
দেশ

ভ্যালেন্টাইন্স ডে-তে রাহুলকে জাপটে ধরে গালে চুমু মহিলার, ভাইরাল ভিডিও

গান্ধীনগর: ভ্যালেন্টাইন্টস ডে-তে চুমু উপহার পেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাও আবার মোদী রাজ্যে। সৌজন্যে এক মধ্য বয়স্কা কংগ্রেস কর্মী। কয়েক মিনিটের মধ্যে রাহুলের গালে চুমুর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর রাজ্যে গিয়েছিলেন রাহুল। গুজরাটের ভালসারে সভা করেন তিনি। আর সেই সভামঞ্চেই আচমকা রাহুল গান্ধীকে জাপটে ধরে চুমু দিলেন এক বয়স্কা মহিলা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যে মহিলা চুমু দিচ্ছেন কংগ্রেস সভাপতিকে, তাঁর উচ্চতা রাহুলের থেকে অনেকটাই কম। দেখা যায় রাহুলের ঘেঁটি ধরে নিজের নাগালে নামিয়ে এনে চুমু খান তিনি।

প্রসঙ্গত, রাহুলকে এর আগেও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এর আগেও তাঁকে চুমু খেয়েছেন কংগ্রেসের মহিলা নেত্রী-কর্মীরা। প্রতিবারের মতো এবারও তাঁকে হেসে পরিস্থিতি মোকাবিলা করতে দেখা গিয়েছে রাহুলকে।