Thursday, September 19, 2024
রাজ্য​

গণতন্ত্রের উৎসব পঞ্চায়েত ভোটের দিনই পশ্চিমবঙ্গে নিহত ১৬

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট ছিল। দিনভর অবাধে ভোট লুঠ, ছাপ্পার অভিযোগ। গণতন্ত্রের উৎসব বদলে গেল রক্তের হোলিতে। ভোটের দিন পশ্চিমবঙ্গে শাসক-বিরোধী মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। যার ফলে এখনও পর্যন্ত বাংলায় পঞ্চায়েত ভোটে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫-এ।

পঞ্চায়েত নির্বাচনে সবথেকে বেশি রাজনৈতিক অশান্তির বলি হয়েছেন মুর্শিদাবাদে। সেখানে অশান্তি কমার কোনো লক্ষণই নেই।

উত্তপ্ত মালদহ ঘনঘন তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মালদহের গোপালপুর পঞ্চায়েতে বালুটোলায় কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে মুড়িমুড়কির মতো বোমা পড়ে। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে।