তেলেঙ্গানার ভদ্রকালী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিজের হাতে গোমাতাকে খাওয়ালেন (ভিডিও)
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সামনেই তেলঙ্গানায় বিধানসভা ভোট। তার আগে একাধিক প্রকল্পের উদ্বোধনে তেলেঙ্গানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার তেলঙ্গানার ওয়ারাঙ্গলে ৬,১০০ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদী।
এদিন সকাল সকাল তেলঙ্গানা পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়ারঙ্গলে পৌঁছে মোদী প্রথমে যান ভদ্রকালী মন্দিরে। সেখানে গিয়ে মন্দিরের গরুদের নিজে হাতে খাওয়ান তিনি। এরপর মন্দির চত্বর প্রদক্ষিণ করেন। তারপর মন্দিরে পুজো দেন মোদী।
#WATCH | Prime Minister Narendra Modi visits Bhadrakali Temple in Warangal, Telangana and offers prayers here. pic.twitter.com/zhnWPADAgE
— ANI (@ANI) July 8, 2023
উল্লেখ্য, চলতি বছরের শেষেই তেলঙ্গানায় বিধানসভা ভোট রয়েছে।