Thursday, September 19, 2024
দেশ

‘আমার স্বামী হিন্দু, তাই আমিও হিন্দু’ , ভারতীয় যুবকের বিয়ে করে আর নিজের দেশে ফিরতে চান না ৪ সন্তানের মা পাকিস্তানি মুসলিম মহিলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাবজি খেলতে গিয়ে বন্ধুত্ব। তারপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একজন ভারতের এবং আরেকজন পাকিস্তানের বাসিন্দা। কিন্তু কাঁটা তারের বিভেদ তাদেরকে একে অপরের থেকে দূরে রাখতে পারেনি। সীমান্তের বিভেদ ঘুচিয়ে এক হয়েছেন তাঁরা। বলছি ভারতের সচিন মীনা ও পাকিস্তানের সীমা হায়দারের কথা।

পাবজি খেলতে গিয়ে পাকিস্তানের বাসিন্দা সীমার সঙ্গে সচিনের আলাপ হয় সচিনের। বিবাহিত সীমা ৪ সন্তানের জননী। তাঁর সন্তানদের সকলেরই বয়স ৭ বছরের মধ্যে। সংসার ছেড়েই প্রেমের টানে সন্তানদের নিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন সীমা। ভিসা ছাড়াই নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তাঁকে আশ্রয় দেন সচিন। তবে অবৈধ ভাবে ভারতে ঢোকার অভিযোগে সীমা ও অবৈধ অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগ সচিনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার জামিনে ছাড়া পেয়েছেন তাঁরা। 

জানা গেছে , পাকিস্তানে ফিরে যেতে চাইছেন না সীমা। ৩০ বছরের সীমাকে ২৫ বছরের সচিন ইতিমধ্যেই বিয়ে করেছন। সীমা বলেন, “আমার স্বামী হিন্দু। তাই আমিও হিন্দু। বাচ্চাদের নাম পরিবর্তন করবো। আমি অনুভব করছি, আমরা এখন ভারতীয়।”

এদিকে, সীমার স্বামী গুলাম হায়দার ভারত সরকারের কাছে তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন তিনি।