Wednesday, September 11, 2024
রাজ্য​

মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জুন মাসে

কলকাতা: মাধ্যমিক শেষ হওয়া মাত্রই ফলাফল প্রকাশের সময় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জুন মাসে। লোকসভা নির্বাচনের পর প্রকাশিত হবে ফলাফল। জুন মাসের প্রথম সপ্তাহতেই রয়েছে ফলাফল প্রকাশের সম্ভাবনা।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাস অবধি চলবে ১৭ তম লোকসভা নির্বাচন। যার ফলে সে সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাবে না। আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মনে রেখে পর্ষদ জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হবে।

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in , এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB<space> <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ ৬৪ হাজার ৯৮০ জন। গত বছর ১০ জুন প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল।

প্রসঙ্গত, এবছর প্রশ্ন ফাঁস রুখতে কঠোর ব্যবস্থা নিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে যাওয়ার নিষিদ্ধ ছিলো। তবুও পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যেই হোয়াটসঅ্যাপে ঘুরে বেরিয়েছে প্রশ্নপত্র। টানা সাত দিনই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বেনজির ঘটনাটি ঘটেছে এ বছর।