কাশ্মীরে আটক বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক
শ্রীনগর: বিচ্ছিন্নতাবাদী নেতাদের আরও কোণঠাসা করল কেন্দ্র। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (
উল্লেখ্য, সোমবার ৩৫ এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। তার আগে বিচ্ছিনতাবাদী নেতাকে আটক করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Jammu Kashmir Liberation Front Chief Yasin Malik was detained from his residence in Srinagar last night, ahead of hearing on Article 35A in Supreme Court which is likely to take place on Monday. pic.twitter.com/S8c9QFhG1e
— ANI (@ANI) 23 February 2019
পুলিশ সূত্রে খবর, সোমবার সুপ্রিম কোর্টে ৩৫ এ ধারা নিয়ে শুনানির আগে কাশ্মীরের আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে ধরপাকড় করা হতে পারে। এদিকে, জম্মু-কাশ্মীরে আরও ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার জেরে সম্প্রতি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। ‘৩৫ এ’র গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে পিটিশন হয়। সেই মামলারই শুনানি শুরু সোমবার থেকে।