বাংলায় মুছে যাবে বাম-কংগ্রেস, আসন বাড়বে বিজেপির, বলছে সমীক্ষা
নয়াদিল্লি: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকালে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যম ফের একবার সাম্প্রতিকতম সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। প্রায় সবকটি জায়গাতেই দেখা যাচ্ছে এনডিএ তথা বিজেপি বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের হিসাবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ফের একবার ক্ষমতায় আসছে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে, বাংলার ৪২টি আসনের মধ্যে ৩০টিতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।
সমীক্ষা অনুযায়ী, বিজেপি ১২টি আসন পেতে পারে। অন্যদিকে, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বামেরা রাজ্যে কোনও আসন জিততে পারবে না বলে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে। অর্থাত্ এই প্রথম দুই দল আসন শূণ্য থাকবে। আর এমনটা হলে তা এক রেকর্ড হতে চলেছে নিঃসন্দেহে।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে, সারা দেশে এনডিএ ২৮৫টি আসন জিতবে। বিজেপি তার মধ্যে ২৩৮টি আসন জিততে পারে। অন্যদিকে, ইউপিএ ২৬টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে কংগ্রেস জিততে পারে ৮২টি আসন।