Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

ইসরায়েল শুধু ইহুদিদের রাষ্ট্র: নেতানিয়াহু

জেরুজালেম: সবার জন্য নয়, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের খ্যাতিমান অভিনেত্রী রোটেম সেলার এক সমালোচনার জবাবে নেতানিয়াহু এই কথা বলেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে একটি বিতর্কিত আইনের কথাও তুলে ধরেন তিনি। ওই আইনে ইহুদিদের রাষ্ট্র হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার কথা আছে।

অভিনেত্রী রোটেম সেলা তাঁর ইনস্ট্রাগ্রামে বলেছিলেন, কবে এই সরকারের কোনও মন্ত্রী বলবেন যে, ইসরাইল সব নাগরিকদের এবং এখানে সব নাগরিক সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। আরবরাও মানুষ। সমকামীসহ সবাই সমান অধিকার ভোগ করবে দেশে।

অভিনেত্রী রোটেম সেলার সমালোচনার জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলে বসবাসরত আরব জনগোষ্ঠীর সদস্যদের ইহুদিদের সমান ‘অধিকার’ রয়েছে। তবে ইসরায়েল সবার দেশ নেয়। নেতানিয়াহু বলেন, আমরা যে বেসিক ন্যাশনালিটি আইন পাস করেছি সেই অনুযায়ী ইসরায়েল ইহুদিদের জাতিরাষ্ট্র।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রায় ৯০ লাখ বাসিন্দার মধ্যে ২১ শতাংশই আরব জনগোষ্ঠীর মানুষ, যারা মুসলিম, খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়ভূক্ত।