Thursday, September 28, 2023
দেশ

বিসর্জন রায় নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাজ্য সরকার

কলকাতা, ২২ সেপ্টেম্বর : নবান্ন সূত্রে খবর, শারদীয় দুর্গা পুজোর প্রতিমা বিসর্জন নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ‌যাচ্ছে না রাজ্য সরকার। এর আগে গতকাল দুর্গাপ্রতিমা বিসর্জন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করতে চেয়েছিল রাজ্য সরকার। তবে হাইকোর্টের রায়কে মেনে নিয়ে সুপ্রিম কোর্টে ‌যাবে না রাজ্য সরকার।

এর আগে এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল, মহরম এবং তাজিয়া উপলক্ষে দশমীর সন্ধ্যা ৬টা থেকে একাদশী পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে না। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত রাজ্য সরকারকে তুলোধোনা করে জানান, দশমী থেকে রোজ রাত ১২টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা যাবে।