ইতিহাসের আয়নায় 22 সেপ্টেম্বর
ইতিহাসে 22 সেপ্টেম্বর
1499- বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
1599- লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।
1791- ইংরেজ পদার্থবিদ ও রসায়ন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে জন্মগ্রহন করেন।

1800- ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম জন্মগ্রহন করেন।

1860- ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়।
1862- আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।

1885- মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা এরিক ভন স্ট্রোহেইম জন্মগ্রহন করেন।

1939- বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই জন্মগ্রহন করেন।

1960- দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল।
1965- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
1970- কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

1974- ‘কমিউনিস্ট মেনিফেস্টো’র প্রথম বাংলা অনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন।
1980- ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।
1991- মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোট মৃত্যুবরণ করেন।
