Saturday, July 27, 2024
দেশ

ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে পাকিস্তানকে হুঁশিয়ারি আমেরিকার

ওয়াশিংটন: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন CRPF জওয়ানের মৃত্যুর ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়ে আমেরিকা।

আমেরিকা ঘোষণা করেছে যে, আত্মরক্ষার্থে ভারত কোনও পদক্ষেপ করলে তারা সেটাকে পূর্ণ সমর্থন জানাবে। একইসঙ্গে ‘জঙ্গিবাদের আঁতুরঘর’ উল্লেখ করে পাকিস্তানের কঠোর সমালোচনাও করেছে আমেরিকা।

পুলওয়ামার ঘটনার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে শুক্রবার ফোন করেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বোল্টন বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন আছে আমেরিকার। ভারতের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার আছে।

বোল্টন আরও বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের সাথে আমেরিকা কথা বলেছে। জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে আমেরিকা যাবতীয় উদ্যোগ নেবে বলে ডোভালকে প্রতিশ্রুতি দিয়েছেন বোল্টন।