পাকিস্তানকে ‘পুরোপুরি একঘরে’ করার হুমকি
নয়াদিল্লি: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
জরুরি বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, পাকিস্তানকে পুরোপুরি একঘরে করতে কূটনৈতিক তৎপরতা চালাবে নয়াদিল্লি। পাকিস্তানকে ভারতের দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
কাশ্মিরের হামলা নিয়ে শুক্রবার সকালে নয়াদিল্লিতে জরুরি বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য শীর্ষ মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। মোদী হুঁশিয়ার করেন, যারা এ হামলা চালিয়েছে তারা ‘মহা ভুল’ করেছে এবং এর জন্য ‘চরম মূল্য’ দিতে হবে তাদের।
বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, পাকিস্তানকে ‘পুরোপুরি একঘরে’ করে দিতে সম্ভাব্য সব কূটনৈতিক প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। জেটলি আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেবে সরকার। কূটনৈতিক স্তরে আলোচনা চালাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, যারা হামলা চালিয়েছে এবং যারা এই হামলায় মদত দিয়েছে, তাদের চরম মূল্য চোকাতে হবে।