Wednesday, September 11, 2024
দেশ

মহারাষ্ট্রের সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬

মুম্বাই: মহারাষ্ট্রের ওয়ার্ধায় সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। জানা গেছে, মঙ্গলবার সকালে ওই সেনা ছাউনিতে বেশ কিছু বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করা হচ্ছিল। সেসময় বিস্ফোরণ ঘটে। সেই সময় সেনা ছাউনিতে মোট ৪০ জন উপস্থিত ছিলেন।

বিস্ফোরকের আশেপাশে যারা ছিলেন, তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন গ্রামবাসীও ছিলেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, মধ্যপ্রদেশের খামারিয়া অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে বেশ কিছু বিস্ফোরক ওয়ার্ধা সেনা ছাউনিতে নিয়ে আসা হয়েছিল। এবং সেগুলি নিষ্ক্রিয় করার সময় এই ভবায়হ বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই সেনা আধিকারিক।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের মে মাসেও বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আগুন লেগে যায় ওয়ার্ধা সেনা ছাউনিতে। সেই ঘটনায় মৃত্যু হয় ১৭ জনের।