ভিডিওগেম খেলা হারাম, ফতোয়া জারি আলেমদের
বাগদাদ: ভিডিওগেম খেলাকে হারাম ঘোষণা করে আনুষ্ঠানিক ফতোয়া জারি করল ইরাকের কুর্দিস্তান কেন্দ্রীয় শরিয়াহ কাউন্সিল। তাদের যুক্তি, ভিডিওগেম খেললে সময় নষ্ট হয়। আর সময় নষ্ট করা ইসলামে হারাম। এ বিষয়ে কুর্দিস্তান শরিয়াহ কাউন্সিলের ইমাম ইরফান রাশিদ বলেন, মোবাইল ফোনে এভাবে ভিডিওগেম খেললে চোখের ক্ষতি হয়। এটি শরীরেরও ক্ষতি করে। কিন্তু আমাদের নবী হযরত মোহাম্মদ (স.) বলেছেন শরীরের কিছু হক আছে। আমাদেরকে তা আদায় করতে হবে। আমাদের অবশ্যই শরীরের যত্ন নিতে হবে।
তবে কুর্দিস্তানের অনেক আলেম এ ফতোয়ার সঙ্গে একমত নন। কুর্দি ইমাম মালা সামান সাঙ্গাউয়ি বলেছেন, শুধু এই ভিডিওগেমের ওপর ফতোয়া দেয়া বাকি ছিল। এখন এটিকেও হারাম ঘোষণা করা হল। অনেক বিষয়কে হারাম ঘোষণা করায় এদেশের তরুণরা বিভ্রান্ত হচ্ছে। বলা হল ফ্রেঞ্চকাট দাড়ি রাখা হারাম। দাঁড়ি ও চুলের স্টাইল করা হারাম। তরুণদের কে তাদের নিজেদের মতো চলতে দেওয়া উচিৎ।
The Kurdish Union of Islamic Scholars has officially declared a fatwa against playing #PUBG https://t.co/cgRHPzL3My
— Ronan Price (@RonanPrice) 17 November 2018
কুর্দি গণমাধ্যমের সম্পাদক গোরান আবদু্ল্লাহ বলেন, বর্তমানে এসব বিষয় নিয়ে অনলাইনে বিতর্ক হচ্ছে। ধর্ম নিয়ে মানুষ বিতর্ক করার একটা জায়গা পেয়েছে এটা একটা ভালো দিক। উল্লেখ্য, মৌলবী উলেমা দ্বারা ফতোয়া জারি করা এখন প্রায় নিত্য ঘটনা হয়ে উঠেছে। ধর্মীয় গোঁড়ামিতা থেকে বেরিয়ে এসে জীবনযাপন করলেই জারি হয়ে যাচ্ছে ফতোয়া।