Friday, October 11, 2024
দেশ

মোদীকে ফোন পুতিনের, সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে রাশিয়া

নয়াদিল্লি: ভারত পাকিস্থান দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছেই। এরমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি পরবর্তী পর্যায়ে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট। ফোনে পুতিনের সাফ বার্তা, আতঙ্কবাদীদের খতম করতে এখন ভারতের পাশে থাকছে রাশিয়াও।

সীমান্তে সন্ত্রাসবাদ দমনে ভারতকে সাহায্য করার জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। দ্বিপাক্ষিক স্তরে সন্ত্রাস রোধে ভারত-রাশিয়া সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছেন দুই রাষ্ট্রনেতা।

পুতিন বলেন, ভারত-রাশিয়া একই পথে একই নীতিতে চলে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে চায়। এছা়ডাও ইস্টার্ন ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানান তিনি। জানা গিয়েছে, পুতিনের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদীও।

এদিন ফের ফোন বার্তায় পুলওয়ামা কাণ্ডে নিয়ে গভীর শোক প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। এর আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাঠানো একটি চিঠিতে শোকবার্তা প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। চিঠিতে তিনি গভীর শোক প্রকাশ করেন শহিদ জওয়ানদের উদ্দেশে।