জামাত-ই-ইসলামি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল মোদী সরকার
নয়াদিল্লি: দেশের অভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে জামাত-ই-ইসলামি গোষ্ঠীকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। Unlawful Activities (Prevention) Act, 1967 আইনের ৩নং ধারা অনুযায়ী এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তিতে বলেছে, অবিলম্বে এই কার্যকলাপ বন্ধ না করতে পারলে দেশের সার্বভৌমত্বকে আঘাত করতে পারে এই গোষ্ঠী। দেশের অভ্যন্তরীণ স্থিতি বজায় রাখতেও এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশে হিংসামূলক কাজ রুখতে কড়া পদক্ষেপের পথেই হেঁটেছে কেন্দ্র।
Under section 3 of Unlawful Activities (Prevention) Act, 1967, Central Government declares the Jamaat-e-Islami (JeI), Jammu and Kashmir as an “unlawful association”. pic.twitter.com/74hNtFwZFP
— ANI (@ANI) 28 February 2019
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে মদতকারী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম জামাত-ই-ইসলামি। জম্মু-কাশ্মীরে দীর্ঘকাল ধরেই নাশকতামূলক কাজকর্মে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে জামাত-ই-ইসলামির বিরুদ্ধে।