ঘরে ফিরছেন অভিনন্দন, আনন্দে উচ্ছ্বসিত গোটা দেশ
অমৃতসর: বন্দী হওয়ার পর ৩ দিনের মধ্যে অভিনন্দনকে ফেরাচ্ছে পাকিস্তান। আজ ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন তিনি। আর সেই আনন্দে উচ্ছ্বসিত গোটা দেশ। অভিনন্দনকে অভিবাদন জানাতে সকলে তৈরি হয়ে রয়েছেন। ওয়াঘা সীমান্তে পতাকা-মালা হাতে স্বাগত জানাতে তৈরি ভারতীয়রা।
অভিনন্দনের বাবা সিমহাকুট্টি বর্তমানও বায়ুসেনার পাইলট ছিলেন। ছেলের কীর্তিতে তিনি গর্বিত। এদিন অভিনন্দনের গোটা পরিবার ওয়াঘা সীমান্তে ছেলেকে নিতে উপস্থিত থাকছে। পাঞ্জাবের অমৃতসরে অভিনন্দনের বাবা সিমহাকুট্টি বর্তমান পৌঁছলে তাঁদের বড়সড় অভ্যর্থনা জানানো হয়েছে। এমনকি বিমানেও সকলে একসঙ্গে কুর্ণিশ জানিয়েছেন বীর সন্তানের পরিবারের লোকজনকে।
Visuals from the Attari-Wagah border. Wing Commander #AbhinandanVarthaman will be released by Pakistan today. pic.twitter.com/6x30IQpqbB
— ANI (@ANI) 1 March 2019
সিমহাকুট্টি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি বলেছেন, আগে আমি ছেলেকে দেখতে চাই। তারপরই আমি প্রতিক্রিয়া দেব। এখন শুধু অপেক্ষা কখন ওয়াঘা সীমান্ত হয়ে অভিনন্দন দেশের মাটিতে পা রাখে।