চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শামির মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন বিরাট কোহলি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সাফল্যের এই মাহেন্দ্রক্ষণে মাঠে তৈরি হল এক আবেগঘন মুহূর্ত, যা হৃদয় ছুঁয়েছে কোটি ক্রিকেটপ্রেমীর।
ফাইনাল ম্যাচ দেখতে দুবাই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটারদের পরিবার। গ্যালারিতে ছিলেন অনুষ্কা শর্মা, ঋতিকা সাজদের মতো তারকারা। তাঁদের সঙ্গে ছিলেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মহম্মদ শামির মা। চোট কাটিয়ে ফাইনালে ফিরে ছেলের দুরন্ত পারফরম্যান্স দেখার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ড্যারিল মিচেলকে ফিরিয়ে দিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামি।
বিরাটের অনন্য উদাহরণ
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। মাঠে নেমে আসেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। সেই সময়েই এক নজরকাড়া দৃশ্য দেখা যায়—বিরাট কোহলি এগিয়ে এসে মহম্মদ শামির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। শামির মা আশীর্বাদে সিক্ত করেন বিরাটকে। কিং কোহলির এমন নম্র ও হৃদয়স্পর্শী আচরণ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে।
Virat Kohli touching the feet of Mohammad Shami’s mother—what a kind soul and a true human being. A great sportsman! Respect. 👏🇮🇳 pic.twitter.com/MNBHUQ1AGk
— Salman Nizami (@SalmanNizami_) March 9, 2025
মানবতার জয়গান
বিরাট কোহলির এই ব্যবহারে স্পষ্ট ফুটে ওঠে তাঁর মানবিক দিক এবং সতীর্থদের প্রতি ভালোবাসা। ভারতীয় সংস্কৃতির মূল্যবোধকে সম্মান জানিয়ে যে প্রণাম তিনি করেছেন, তা শুধু একজন ক্রিকেটারের নয়, একজন ভালো মানুষেরও পরিচায়ক।
ট্রফি জয়ের উৎসব
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে গোটা দেশ। রোহিত শর্মার নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসছে গোটা দল। তবে এই সাফল্যের পাশাপাশি বিরাটের মানবিক দৃষ্টান্ত আরও একবার মনে করিয়ে দিল, খেলার মাঠে শুধু প্রতিযোগিতা নয়—আছে বন্ধুত্ব, সম্মান আর হৃদয়ের ছোঁয়াও।
বিরাট কোহলির এই আচরণ নিঃসন্দেহে ক্রীড়াজগতের জন্য একটি শিক্ষণীয় মুহূর্ত হয়ে থাকবে। জয় আর মানবিকতার মিলিত রূপ যেন ভারতীয় ক্রিকেট দলের আসল পরিচয় হয়ে উঠল এই দিনে।