Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

চিনের সঙ্গে বাণিজ্যচুক্তিতে ভালো সুযোগ তৈরি হয়েছে: ট্রাম্প

ওয়াশিংটন: চিনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিরসনে একটি কার্যকরি চুক্তিতে ভালো সুযোগ তৈরি হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী মার্চে চুক্তির ব্যাপারে চূড়ান্ত আলোচনার জন্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।

বাণিজ্যযুদ্ধ নিরসনে আলোচনা করতে ওয়াশিংটনে অবস্থান করছেন চিনের ভাইস প্রিমিয়ার লিউ হে। নির্ধারিত দু’দিনের সফর শেষ হলেও আলোনায় আশানরুপ অগ্রগতি হওয়ায় তাঁর সফর আরও দুই দিনের জন্য বাড়ানো হয়েছে।

ট্রাম্প লিউ হে’র সঙ্গে বৈঠক শেষে বলেন, বেইজিংয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তাই আমরা একটি অর্থপূর্ণ বাণিজ্যচুক্তিতে আশাবাদী।

চিনের প্রতিনিধি হে বলেন, আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই একটি কার্যকরি বাণিজ্যচুক্তিতে আশাবাদী।