বিশ্বকাপের শুরুতেই শুটিংয়ে সোনা জিতলেন চান্ডেলা
নয়াদিল্লি: শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন জয়পুরের অপূর্বী চান্ডেলা। দিল্লিতে শনিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫২.৯ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন চান্ডেলা। ২৫১.৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রুপো জিতেছেন চিনের প্রতিযোগী। ২৩০.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ব্রোঞ্জও চিনের পকেটে।
বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে এই নিয়ে তিনটি পদক চান্ডেলার ঝুলিতে। এবারের বিশ্বকাপে দেশকে প্রথম পদক এনে দিলেন তিনিই। চিনের রোউজু হাও পেলেন রুপা। তাঁর পয়েন্ট ২৫১.৮। চিনেরই জু হং পেলেন ব্রোঞ্জ। তাঁর প্রাপ্ত পয়েন্ট ২৩০.৪।
.@apurvichandela has qualified for the women’s 10m air rifle final with a score of 629.3 at the #ISSFWorldCup.
The final will take place shortly.
Wishing her all the best!??#TOPSAthlete @ISSF_Shooting @OfficialNRAI @Ra_THORe #Shooting #ISSFWC #KheloIndia?? pic.twitter.com/hz8nwf90Lx— SAIMedia (@Media_SAI) 23 February 2019
২০২০ টোকিও অলিম্পিকে আগেই জায়গা পাকা করে নিয়েছেন চান্ডেলা। গত তিন বছরে দুবার বিশ্বরেকর্ড ভাঙলেন চান্ডেলা। গড়লেন নতুন রেকর্ড।