Sunday, October 6, 2024
আন্তর্জাতিক

জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিন, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার

ওয়াশিংটন: ক্রমাগত চাপ বাড়ছে পাকিস্তানের উপর। পাকিস্তানকে ফের সতর্ক করল আমেরিকা। জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার স্পষ্ট বার্তা দিল তারা। মঙ্গলবার ভোররাতে জইশ-ই-মহম্মদের কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। জঙ্গি নিধনে ভারতের পদক্ষেপকে সমর্থন করে আমেরিকা।

হোয়াই হাউস থেকে এক বিবৃতিতে পাকিস্তানকে বলা হয়েছে, পাকিস্তানের মাটি ব্যবহার করা জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে অবলিম্বে কড়া ব্যবস্থা নিতে হবে ইসলামাবাদকে।

মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও জানান, পাকিস্তান বিদেশমন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস। পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির সঙ্গে কথা চলছে। তাকে বলা হয়েছে, পাকিস্তানের মাটি ব্যবহার করে যে জঙ্গি সংগঠনগুলি সক্রিয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ইসলামাবাদ।

উল্লেখ্য, বালাকোট সেক্টরে ভারতীয় বায়ুসেনার বিমানহানাকে ‘সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ’ বলেও আখ্যা দিয়েছে ওয়াশিংটন। একইসঙ্গে ভারত ও পাকিস্তানকে শান্তি আলোচনা শুরু করারও আবেদন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।