কাশ্মীরে ভেঙে পড়ল ফাইটার জেট, মৃত ৩
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বদগামে কাছে ভেঙে পড়ল বায়ুসেনার একটি যুদ্ধবিমান। পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটির পাইলট ও কো-পাইলট মারা গিয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয় এক নাগরিকেরও। বুধবার সকালে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি ভেঙে পড়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন বায়ুসেনার আধিকারিকরা।
DC Budgam confirmed to me crash of one helicopter at Garend, Budgam. She said it’s either from Army or IAF. It crashed accidentally. Preliminary reports say that the pilot died. pic.twitter.com/Jl88OKcotJ
— Ahmed Ali Fayyaz (@ahmedalifayyaz) 27 February 2019
এদিন সকালে বডগামের গারেন্দ কালান গ্রামে ফাইটার জেটটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দশুনে এসে দেখেন, বিমানটি মাটিতে ভেঙে পড়েছে। আগুন জ্বলছে। ঘটনাস্থান তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিমানটি ভেঙে পড়ার ব্যাপারে SSP (বুদগাম) জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার একটি টিম ঘটনাস্থানে আসছে। বিমানটি কেন ভেঙে পড়ল তা খতিয়ে দেখবেন তাঁরা।