Sunday, April 28, 2024
দেশ

রাম মন্দির উদ্ধোধনের আগে যোগী রাজ্য অযোধ্যায় নিষিদ্ধ মাছ-মাংস-মদ!

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কয়েক দিন পরেই রাম মন্দিরের উদ্বোধন। আর তার আগেই কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। অযোধ্যায় নিষিদ্ধ করা হলো মদ, মাংস বিক্রি। এই মর্মে ইতিমধ্যেই নোটিশ জারি করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রসাশন। 

যোগী রাজ্যের আবগারি ও নিষেধাজ্ঞা মন্ত্রী নীতীন আগরওয়াল জানিয়েছেন, অযোধ্যার ৮৪ কোসি পরিক্রমা মার্গে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

তিনি জানান, ৮৪ কোসি পরিক্রমা মার্গে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ওখানে অবস্থিত দোকানগুলি সরিয়ে দেওয়া হয়েছে। ১৫০-১৭৫ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তায় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি। পাশাপাশি, মন্দির সংলগ্ন এলাকায় মাংস বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।