Sunday, April 28, 2024
দেশ

বড়সড় কূটনৈতিক জয় ভারতের, ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীর ফাঁসির সাজা রদ কাতারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বস্তির খবর ভারতের। কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর ফাঁসির সাজা রদ। কাতারের আদালত তাঁদের ফাঁসির সাজা রদ করেছে। গত অক্টোবরে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। কাতার আদালতের এই নির্দেশের পর ভারত সরকারের তরফে এই রায়কে অপ্রত্যাশিত বলা হয়।

গত সপ্তাহে ভারত সরকার মৃত্যুদণ্ড প্রাপ্তদের হয়ে কাতারের আদালতে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আর্জি মঞ্জুর করলো কাতারের আদালত। ফাঁসির বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। 

ভারত সরকারের তরফে জানানো হয়েছে, বিস্তারিত রায় এখনও পাওয়া যায়নি। তবে ভারত সরকার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে।

২০২২ সালের অগাস্টে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ। ওই ৮ জন সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। 

ভারত সরকারের অভিযোগ, ওই ৮ জন প্রাক্তন নৌসেনা কর্মীকে কাতার পুলিশ উপযুক্ত কারণ না দেখিয়েই গ্রেফতার করেছে। এদিকে কাতারের দাবি, অভিযুক্তরা অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্য বাইরে পাচার করেছিল।