Saturday, July 27, 2024
রাজ্য​

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক: বাবুল সুপ্রিয়

কলকাতা: সিবিআইকাণ্ডে আপাতত উতপ্ত বাংলার রাজনীতি, তথা দিল্লি। কলকাতায় সিবিআই-পুলিশ দ্বৈরথ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সুরেই সুর মেলালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয় দাবি করেন, রাজ্যে ‘সাংবিধানিক সংকট’ চলছে। তাঁর অভিযোগ, মমতা আড়াল করছেন তাঁর দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের। শুধু পুলিশ অফিসারদেরই নয়, দুর্নীতিগ্রস্ত নেতাদেরকেও মমতা আড়াল করছেন বলে দাবি করেছেন বাবুল সুপ্রিয়। টুইই বার্তায় বাবুল সুপ্রিয় দাবি করেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন জারির দিকে এগোচ্ছে। এরপরেই বাবুল সুপ্রিয় জানান, পশ্চিমবঙ্গে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিৎ। দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এই ‘টিএমছিঃ সরকার’। এটি একটি সাংবিধানিক সংকট, যা দুর্নীতিগ্রস্ত ও দোষী সঙ্গীদের রক্ষা করার জন্য মমতা করছেন।