বাংলায় সাংবিধানিক ব্যবস্থা সংকটের মধ্যে: রাজনাথ সিং
নয়াদিল্লি: রবিবার সিবিআই বনাম কলকাতা পুলিশের লড়াইয়ে উপ্তত্ত বাংলার পরিস্থিতি। সিবিআই বনাম পশ্চিমবঙ্গ সরকারের দ্বৈরথ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সোমবার লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, বাংলায় যা হয়েছে তার বার্তা একটাই, তা হল ওখানে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। যে ভাবে সিবিআই অফিসারদের আটকানো হয়েছে তা অভূতপূর্ব। সিবিআই আর কলকাতা পুলিশের যে সংঘাত হয়েছে তা দুর্ভাগ্যজনক। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, এই ধরনের ঘটনা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য বিপজ্জনক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সাথে ফোনে কথা বলেছেন তিনি। ফোনে রবিবারের ঘটনায় রাজ্যপালের কাছে উষ্মাপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিনিট খানেক কথা হয় দুজনের। রাজনাথ সিংয়ের ফোনের পরই সেন্ট্রাল আইবি-র অ্যাডিশনাল ডিরেক্টরকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজনাথ যখন সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন, তখন আবার বিজেপি জানিয়েছে বাংলায় গণতন্ত্রের ‘করুণ দশা’ তুলে ধরতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি।
উল্লেখ্য, ইতিমধ্যেই রবিবারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, রিপোর্টে কলকাতা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁরা। কলকাতা সিবিআই অফিসারদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।