Thursday, April 25, 2024
দেশ

আধার করাতে ভারতে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প! কী বলল ইউআইডিএআই

নিউদিল্লি: সম্প্রতি হায়দরাবাদে বিজনেস গ্লোবাল সামিট-এ যোগ দিয়ে ভারতে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প। ইভাঙ্কা আমেরিকায় ফিরে যাওয়ার পর দিন টুইটারে কমেডিয়ান জোশে কোভাকে পোস্ট করেন, ‘‘ব্রেকিং: এক্সক্লুসিভ: পেড মিডিয়া আপনাদের এ সব দেখাবে না। ইভাঙ্কা ট্রাম্প আসলে ভারতে এসেছিলেন নিজের আধার কার্ড পেতে।’’ সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তিনি নিজের ড্রাইভারকে বলছেন, দ্রুত কোনও আধার এনরোলমেন্ট সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার জবাবে চালকের মন্তব্যটি আরও মজার। তিনি ট্রাম্প কন্যাকে বলছেন, ২০০ টাকায় আধার করিয়ে দেবেন তিনি। এমনই মজাদার একটি ভিডিও হইচই ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে।

ভাইরাল পোস্টটি নজর এড়ায়নি ইউআইডিএআইয়েরও। জোশে কমেডিয়ান হতে পারেন, কিন্তু রসিকতার জবাবে পিছিয়ে নেই ইউআইডিএআই-ও। ইউআইডিএআই-এর পাল্টা পোস্ট, ‘‘কিন্তু ইভাঙ্কা আধারের জন্য আবেদন করতে পারেননি, কারণ তিনি ভারতীয় নন।’’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় আধার কর্তৃপক্ষর রসবোধ দেখার মতো। কিছুদিন আগে বীরেন্দ্র শেহবাগের টুইটের জবাব তার প্রমাণ মিলেছিল। বীরু আধার কর্তৃপক্ষর কাছে আবেদন করেছিলেন, হিন্দিতে উত্তরোত্তর উন্নতির জন্য রস টেলরকে আধার কার্ড দেওয়া হোক। তাতে আধার কর্তৃপক্ষর জবাব ছিল, ভাষা যাই হোক, নাগরিকত্ব আসল বিষয়।

এর আগে এক ব্যক্তি পোস্ট করে জানতে চেয়েছিলেন, ‘স্যর রাবণ কতগুলো আধার পাবেন? ১০ মুখx১০ চোখ= অন্তত ১০০?’ তার উত্তরে ইউআইডিএআই লেখে, ‘ভারতীয় নাগরিক নন, আধারের জন্য এমন কারও আবেদন গ্রাহ্য হবে না।’