Friday, April 26, 2024
আন্তর্জাতিক

লন্ডনের রাস্তায় নতুন আতঙ্ক অ্যাসিড হামলা, ৪৫৪ জন আক্রান্ত

লন্ডনের রাস্তায় নতুন আতঙ্কের নাম অ্যাসিড হামলা। গত কয়েক বছরে এই শহরে ক্রমাগত বেড়ে চলেছে অ্যাসিড আক্রান্তের সংখ্যা। সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর লন্ডনে অ্যাসিড হামলার শিকার হয়েছেন ৪৫৪ জন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক, ব্রিটিশ সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে। অপরাধ রুখতে শহরবাসীর সাহায্য চেয়েছে লন্ডন পুলিশও।

ব্যক্তিগত আক্রোশ মেটাতে রাসায়নিক অস্ত্রে অপরের মুখ বিকৃত করে দিতে পিছপা হন না একশ্রেণির মানুষ। অ্যাসিড হামলার ঘটনা যেমন উত্তরোত্তর বাড়ছে, তেমনি ক্ষতিপূরণ পেতেও বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছে আক্রান্তদের।

সম্প্রতি পূর্ব লন্ডনের একটি বাসস্টপেজে দাঁড়িয়েছিলেন জাভেদ হোসেন নামে এক ব্যক্তি। দুষ্কৃতিকারিরা তাকে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ। হেলমেট থাকায় তেমন কোনও ক্ষতি হয়নি। তবে বেশ কিছুটা অ্যাসিড মুখের ভেতর চলে যাওয়ায়  সমস্যা দেখা দিয়েছে।

এমন অজস্র ঘটনা প্রায়ই ঘটছে লন্ডনে। অ্যাসিড সারভাইভার ট্রাস্ট ইন্টারন্যাশনালের প্রধান জেফ শাহের অভিযোগ, ব্রিটেনে অ্যাসিড কেনাবেচা সংক্রান্ত কোনো সরকারি নিয়ম নেই। তাই অ্যাসিড হামলার ঘটনা বাড়ছে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অ্যাসিড হামলা রুখতে হস্তক্ষেপ করেছে ব্রিটেন সরকার। অ্যাসিড বহনকারীদের কারণ দেখাতে বাধ্য করার প্রস্তাব দিয়েছেন ইংল্যান্ডে হোম সেক্রেটারি অ্যাম্বার রুড। অপরাধ ঠেকাতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে লন্ডন পুলিশ।