অসমে জোরালো গ্রেনেড হামলায় নিহত ২
গুয়াহাটি: অসমের শিবসাগর জেলার দেমো শহরে গ্রেনেড হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন। এই হামলার পিছনে জঙ্গি সংগঠন আলফার হাত রয়েছে বলে পুলিশের সন্দেহ। বৃহস্পতিবার বেলা ৫টা ৫ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, এদিন শিবসাগরের ডেমোয় একটি হার্ডওয়্যারের দোকানে ওই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই নিহত হন এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে আরও একজন মারা যান। মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
#UPDATE: One more person dies in the blast, death toll rises to two. An explosion had occurred in a shop in Demow town in Sivasagar district earlier today.#Assam https://t.co/RiWz5uqz2W
— ANI (@ANI) 22 November 2018
গ্রেনেড হামলায় খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান অসম পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইনডেপেন্ডেন্ট (আলফা) জঙ্গিরাই এই গ্রেনেড হামলা চালিয়েছে বলে মনে করছে অসম পুলিশ।
প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগে রাজ্যের তিনসুকিয়ায় পাঁচ নিরীহ বাঙালি যুবককে আইএসের কায়দায় নৃশংস ভবে হত্যা করা হয়। আলফা সেই ঘটনার দায় নিতে অস্বীকার করলেও পুলিশ তাদেরকেই সন্দেহের তালিকায় রেখেছে।