Wednesday, September 11, 2024
দেশ

কংগ্রেসে যোগ দিলেন ‘অঙ্গুরি ভাবি’

মুম্বাই: এবার কংগ্রেসে নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী শিল্পা শিণ্ডে। মঙ্গলবার মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান সঞ্জয় নিরুপমের উপস্থিতিতে কংগ্রেস যোগ দেন তিনি।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দেবেন শিল্পা শিণ্ডে। সেই পথ অনুসরণ করেই মঙ্গলবার মুম্বাইয়ে কংগ্রেসের একটি অনুষ্ঠানে দলে যোগ দিলেন শিল্পা।

হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। তাছাড়া রিয়ালিটি শো বিগ বস জয়ের পর আরও বেশি করে আলোচনা শুরু হয়ে তাঁকে নিয়ে। বিগ বসের একাদশতম আসরে তিনি বিজয়ীর খেতাব অর্জন করেন।

শিল্পা অভিনয় জগতে পা রাখেন ১৯৯৯ সালে। ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-তে অঙ্গুরি ভাবির চরিত্রের মধ্যে দিয়ে বেশ জনপ্রিয়তা পান। তবে সিরিয়ালের নির্মাতাদের সঙ্গে মনোমালিন্যের কারণে ২০১৬ সালে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান তিনি। ২০১৭-র অক্টোবরে বিগ বসের একাদশতম সংস্করণে যোগ দেন।