Sunday, September 15, 2024
দেশ

‘নিম্নবর্ণে’ প্রেম, মেয়েকে খুন করলেন বাবা

বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশে কথিত ‘নিম্নবর্ণ’র সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় বৈষ্ণবী নামে এক কলেজ ছাত্রীকে হত্যা করেছেন তাঁর বাবা। গত ৪ ফেব্রুয়ারি, সোমবার ২০ বছর বয়সী বৈষ্ণবীর ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। অভিযুক্ত ভেঙ্কা রেডি নামে মেয়েটির বাবাকে ইতোমধ্যে আটক কর‍া হয়েছে।

পুলিশ ধারণা করছে, প্রেমের সম্পর্ক নিয়ে মেয়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন ভেঙ্কা রেডি।

পুলিশের সিনিয়র কর্মকর্তা শ্রীনিবাস রাও বলেন, মেয়েটির প্রেমের সম্পর্ক নিয়ে আগে থেকেই বিতর্কে জড়িয়েছিলেন রেডি। তিনি সন্দেহ করছিলেন তার মেয়ে সেই সহপাঠীর সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তাই রাগের মাথায় মারধরের একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। আমরা সন্দেহজনক মৃত্যুর মামলা দায়ের করেছি।

জানা গেছে, বৈষ্ণবী প্রায়ই কথিত ‘নিম্নবর্ণ’র ওই সহপাঠীর সঙ্গে দেখা করতে যেতেন। বাবা তাকে প্রায়ই নিষেধ করলেও বৈষ্ণবী তা মানতেন না।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বৈষ্ণবী তাঁর সহপাঠীকে বিয়েও করেনি কিংবা তাঁর সঙ্গে পালিয়েও যায়নি। তবু তাঁর বাবা সম্পর্কটি মেনে নিতে পারছিলেন না।