Wednesday, October 9, 2024
দেশ

চিনা ভাষায় চিনকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোদী, আপ্লুত বেজিং

বেজিং: চিনা ভাষায় চিনকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সৌজন্যে অভিভূত ভারতের চিনা দূতাবাস। মঙ্গলবার চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে সে দেশের মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।

চিনা ভাষায় তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ইয়ার অফ পিগ আপনাদের প্রত্যেককে সুখ ও সমৃদ্ধি এনে দিক, এটাই প্রার্থনা করি।

প্রধানমন্ত্রীর এই সৌজন্যকে কুর্নিশ জানিয়েছে ভারতের চিনা দূতাবাস। চিনা রাষ্ট্রদূত লুও ঝাওউহি টুইটে লিখেছেন, মোদীজি তাঁর মাইক্রোব্লগে চিনা ভাষায় চিনের মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দেখে দারুণ আনন্দ পেয়েছি।