Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

প্রথমবারের বৈঠকে পুতিনের পিঠ চাপড়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর জার্মানির হামবুর্গে শুরু হওয়া জি-২০ (গ্রুপ অব ২০) সম্মেলনে প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাৎ হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। প্রথমবারের মুখোমুখি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠ চাপড়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ঐতিহাসিক’ করমর্দনও করেছেন তাঁরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের একটি ভিডিও চিত্রে দেখা যায়, একটি টেবিলের চারপাশে কর্মকর্তারা দাঁড়িয়ে। ট্রাম্প পুতিনের ডান হাত ধরেন এবং হাতের নিচে কয়েকবার চাপড়ে দেন। এ ছাড়া কয়েকবার পুতিনের পিঠও চাপড়ে দিতে দেখা গেছে তাঁকে।

ট্রাম্প ও পুতিন।  ছবি: CNN

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাজনৈতিক নেতারা মনে করছেন, সিরিয়া, ইউক্রেন ও মার্কিন নির্বাচন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে চান ট্রাম্প ও পুতিন।

উল্লেখ্য, জি২০ সম্মেলন কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭৬ পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত ০৩ পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।