Saturday, April 20, 2024
Latestসম্পাদকীয়

সেলফি তুলতে গিয়ে মৃত্যুতে শীর্ষে ভারত

স্মার্টফোনে সেলফি তোলা এখনকার দিনে অনেকটাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তরুন তরুনীদের কাছে। তবে এই সেলফি তোলার নেশাই কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ। গবেষণায় দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে ভারত।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে যত মানুষ প্রাণ হারিয়েছে, এর মধ্যে ৬০ শতাংশই ঘটেছে ভারতে। ভারতে সেলফি তুলতে গিয়ে প্রাণহানির ঘটনা প্রচুর হারে বৃদ্ধি পাওয়ায় মুম্বাই পুলিশ ১৫টি স্থানকে সেলফি তোলার জন্য বিপজ্জনক স্থান বলে চিহ্নিত করে দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে ১২৭ জন নিহত হয়েছে যার মধ্যে ৭৬ জনই ভারতের।

বিপজ্জনক মুহূর্তের ছবি তুলে তৎক্ষণাৎ তা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পোস্ট করা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতা চলে এসব বিপজ্জনক সেলফি ছবিতে লাইকের সংখ্যা নিয়ে। উল্লেখ্য গত ২৭ জুন মেরিন ড্রাইভে সমুদ্রে ভাসমান অবস্থায় সেলফি তুলতে গিয়ে প্রীতি নামের ১৭ বছর বয়সী এক ভারতীয় কিশোরী প্রাণ হারিয়েছে। ০১ মে মহারাষ্ট্রের সোলাপুর শহরে নৌকায় বেড়ানোর সময় সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে চার চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ জানুয়ারি চেন্নাইয়ে চলন্ত ট্রেনের সামনে রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে প্রাণ হারায় আরও এক কিশোর। এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে ঝরে পড়ছে বহু তাজা প্রান।

কুমিরের মুখের ভিতর জীবনের ঝুঁকি নিয়ে সেলফি তুলছেন এক যুবক

সাইকোলজিস্ট সালমা প্রভু বলেন, এ ব্যাপারে তরুণদের বোঝাতে হবে। তারা যেভাবে বুঝতে চায়, সেভাবেই তাদের বোঝাতে হবে। মনে রাখতে হবে, এসব সেলফি ছবিতে লাইকের সংখ্যা যত বাড়বে, মৃত্যুর ঝুঁকিও তত বাড়বে।