Tuesday, April 23, 2024
দেশ

‘শুধু বাজি কেন, আজানেও তো শব্দ দূষণ হয়’: তথাগত রায়

আগরতলা: ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় মন্তব্য করেছেন যে দীপাবলির সময়ে ভারতে যে বাজি ফাটানো হয়, তা থেকে যেমন কয়েকদিন শব্দ দূষণ হয়, তেমনই সারা বছর মসজিদ থেকে আজান দেওয়ার ফলেও শব্দ দূষণ ঘটে।

তথাগত রায় গত মঙ্গলবার তাঁর ব্যক্তিগত টুইট অ্যাকাউন্ট লিখেছেন, ‘প্রতিটা দীপাবলির আগেই লড়াই শুরু হয় বাজি থেকে হওয়া শব্দ দূষণ নিয়ে। বাজি ফাটানো হয় বছরের কয়েকটা দিন। কিন্তু লাউড স্পীকারে ভোর সাড়ে চারটের সময়ে যে আজান দেওয়া হয়, তা নিয়ে কেউ লড়াই করে না।’


তথাগত রায় আরো জানিয়েছেন “কোরান, হাদিসে তো মাইকে আজান দেওয়ার বিধান নেই। মোয়াজ্জিনরা মসজিদের মিনারে চেপে সেখান থেকে আজান দেন না কেন! সেটাই তো আজান দেওয়ার নিয়ম! সেটাই বলতে চেয়েছি আমি ওই টুইটে”।


তাকে প্রশ্ন করা হয়, রাজ্যপাল পদটি একটি সাংবিধানিক পদ। সেখানে থেকে কী রাজনৈতিক বা ধর্মীয় মন্তব্য করা যায়?

তথাগত রায়ের উত্তর, “আমার নিজের মতামত প্রকাশ করা যাবে না এই চেয়ারে বসে, এমনটা তো কোথাও লেখা নেই! কেউ যদি সংবিধান অথবা সুপ্রিম কোর্ট বা কোনও হাইকোর্টের নির্দেশ দেখাতে পারেন যে রাজ্যপাল হয়ে কেউ ব্যক্তিগত মত প্রকাশ করতে পারবে না, তাহলে মেনে নেব সেটা।”

এর আগে তথাগত রায় দাবি করেছিলেন যে, পরিবেশ দূষণের কারণ দেখিয়ে খুব শীঘ্রই হিন্দুদের শেষকৃত্য বন্ধের দাবি উঠবে।