Wednesday, May 8, 2024
দেশ

ত্রিপুরা থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতে মুসলিম অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এবার ত্রিপুরার রাজনগর এলাকা থেকে তিন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ। 

গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন ফয়সাল শেখ (২৭), আব্দুর রহমান (২৯) ও মহম্মদ আলাউদ্দিন (৩০)। ফয়সাল শেখ ফেনী জেলার বাসিন্দা। আব্দুর রহমান নোয়াখালী জেলার বাসিন্দা এবং মহম্মদ আলাউদ্দিন দাগনভূঁইয়ার বাসিন্দা। 

রিপোর্ট অনুযায়ী, ২৮শে মার্চ শুক্রবার রাতে, কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের রাজনগর এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের আটক করে। পরদিন বিএসএফ তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকরা জানিয়েছেন, তারা গত বছরের আগস্টে ভারতে প্রবেশ করেছিলেন। এখন তারা বাংলাদেশে ফিরছিলেন। 

তাদের বিলোনিয়া মহকুমা আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।