Saturday, July 27, 2024
দেশ

‘তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ’, সাফ জানালো সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘তিন তালাক’কে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করলো সুপ্রিম কোর্ট। এক মুসলিম মহিলার দায়ের করা মামলায় হাইকোর্টের রায় খারিজ করে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ওই মহিলার অভিযোগ, ‘তার স্বামী তাকে মারধর করেছেন। অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তার ওপর শারীরিক নির্যাতন করেছেন। তিন বার ‘তালাক’ শব্দ উচ্চারণ করে বিবাহ বাতিলের চেষ্টা করেছেন।’ ওই মহিলা উত্তরাখণ্ড হাইকোর্ট মামলা দায়ের করেছিলেন। তবে সেই মামলা খারিজ হয়ে গিয়েছিল। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই মহিলা।

মামলার রায়ে সুপ্রিম কোর্ট সাফ বলেছে, ‘২০১৯ সালের মুসলিম মহিলা আইন অনুযায়ী তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ।’ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মামলায় তিনটি বিষয় স্পষ্ট। এক, তার স্বামী মনসুর তাকে শারীরিক নির্যাতন করেছেন। দুই, তার স্বামী তিন তালাক দিয়েছেন। তিন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ চার্জশিট পেশ করেছে।

উল্লেখ্য, বিজেপি সরকার তিন তালাক বাতিল করেছে। ২০১৯ সালের আইন অনুযায়ী, তিন তালাকে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।