সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য উদয়নিধির, ‘যথাযথ জবাব দিতে হবে’, হুঁশিয়ারি মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে সনাতন ধর্ম নিয়ে চরম আপত্তিকর মন্তব্যের যথাযথ জবাব দেওয়া উচিত।’
উল্লেখ্য, সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনার সঙ্গে তুলনা করে নির্মূলের নিদান দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। ডিএমকে নেতার কুরুচিকর মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। ডিএমকে ইন্ডিয়া জোটের অন্যতম জোটসঙ্গী।
সনাতন ধর্ম নিয়ে এহেন কুরুচিকর মন্তব্য করার জেরে বুধবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনপুত্র উদয়নিধির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
এদিকে, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় উদয়নিধিকে শিরচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। এর জন্য ১০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
তবে উদয়নিধি এসবে পাত্তা দিতে নারাজ। তিনি সাফ বলেছেন, ‘এসব হুঁশিয়ারিতে তিনি দমে যেতে নারাজ, প্রয়োজনে ফের একই কথা বলবেন।’
