Saturday, July 27, 2024
রাজ্য​

জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং

নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মুকুল রায়ও।

বুধবার রাত সাড়ে আটটা নাগাদ অর্জুন সিং দিল্লিগামী বিমানে চেপে বসেন, রাত ১১টা নাগাদ দিল্লি পৌঁছন তিনি। আজ, বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন একদা মমতার বিশ্বাসভাজন অর্জুন সিং।

ANI সূত্রে খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পাওয়ায় দলের উপর ক্ষুব্ধ হন অর্জুন। এরপরই চারবারের বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন।

সদ্য তৃণমূলত্যাগী অর্জুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে দেশহিতকে উপেক্ষা করছেন তা মেনে নিতে পারছিলাম না। পাকিস্থানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে সব মন্তব্য করেছেন তাতে ব্যথিত হয়েছিলাম। তাই গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত নিই।

অর্জুনের বিজেপিতে যোগদান প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, চারবারের বিধায়ক অর্জুনের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাঁর বাবাও ৪ বার বিধায়ক ছিলেন। অর্জুনের অভিজ্ঞতা বঙ্গ বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে।