Saturday, July 27, 2024
দেশ

আশা জাগিয়েও লোকসভা ভোটে দাঁড়াবেন না প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। এর বদলে তিনি জোরকদমে দলের নির্বাচনী প্রচারণায় যুক্ত হবেন।

ধারণা করা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন। কিন্তু দলের একটি সূত্র সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এদিকে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, আগামী নির্বাচনে জিতলে সরকারি চাকরিতে নারীদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষিত থাকবে।

কংগ্রেস সূত্র জানিয়েছে, নির্বাচনে দল যাতে ভালো করতে পারে সেই কারণে প্রিয়াঙ্কা নির্বাচন থেকে দূরে থাকতে চান। কারণ একটি আসনে প্রার্থী হলে প্রিয়াঙ্কার জন্য অন্যসব আসনে প্রচারণা চালানো কষ্টকর হয়ে দাঁড়াবে।

প্রসঙ্গত, এর আগে ধারণা করা হয়েছিল সোনিয়া গান্ধীর রায়বেরিলি আসন থেকে ভোটে দাঁড়াতে পারেন প্রিয়াঙ্কা। কিন্তু রায়বেরিলিতে সোনিয়াকেই প্রার্থী করার কথা জানিয়েছে কংগ্রেস।

এরপর আলোচনা ছিল, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বারাণসি থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা। তবে সেই সম্ভাবনাও ক্ষীণ। এর পরিবর্তে মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর হয়ে প্রচারণায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।