Saturday, July 27, 2024
দেশ

বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নার নাগরিকের তালিকায় তৃতীয় স্থানে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতে ধনকুবেরের সংখ্যা বেড়েই চলেছে। সর্বাধিক বিলিয়নার মানে একশো কোটির মালিক ধনকুবের তালিকায় ভারতের স্থান বিশ্বে তৃতীয়। ওয়ার্ল্ড ইন্ডেক্স নামের এক সংস্থা এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, রাশিয়া, জার্মানির মত দেশকে পিছনে ফেলে সবচেয়ে বেশী একশো কোটি ধনকুবের নাগরিকের তালিকায় বিশ্বে তৃতীয় স্থানে ভারত।


ওয়ার্ল্ড ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট ১৬৯ জন একশো কোটির ধনকুবের বা বিলিয়নার আছেন। তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় বিলিয়েনিয়ারের সংখ্যা ৭৩৫ জন।

তালিকায় দুই নম্বরে থাকা চিনে শত কোটির ধনকুবের আছেন ৪৯৫ জন। চারে জার্মানি (১২৬), পশ্চিম রাশিয়া (১০৫), ষষ্ঠ হংকং (৬৬), সপ্তম ইতালি (৬৪), অষ্টম কানাডা (৬৩), নবম তাইওয়ান (৫২), দশম ব্রিটেন (৫২)।