Thursday, April 18, 2024
বিনোদন

আড়াই কোটির বেশি পারিশ্রমিক, লোকাল ট্রেনে যাতায়াত, থাকেন গ্রামে; উপার্জিত টাকা দাতব্য কাজে ব্যয় করেন অরিজিৎ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। পারফর্ম করলেই যার পারিশ্রমিক কোটি টাকার উপরে। বর্তমানে দেশের সবচেয়ে পারিশ্রমিক নেওয়া গায়কদের একজন তিনি। তবে তিনি একদম সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। গত ৪ এপ্রিল শিলিগুড়ি কনসার্টে লোকাল ট্রেনেই সওয়ার হয়েই গেলেন।

তবে এবারই প্রথম নয়, সব সময় লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের মতো যাতায়াত করেন অরিজিৎ। মাস্ক পরা অরিজিৎকে দেখে অনেক সময় যাত্রীরা তাঁকে চিনতে পারেন, আবার অনেক সময় পারেন না। যাতায়াতের ক্ষেত্রে অরিজিৎ পছন্দ করেন স্কুটিও। প্রায়ই স্ত্রীকে স্কুটিতে নিয়ে বেরিয়ে পড়েন। অথবা স্কুটিতে চেপে ছেলেকে স্কুল থেকে আনতে যান।

পরিবারের সঙ্গে থাকেন নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তাঁর ছেলে পড়েন জিয়াগঞ্জেরই একটি স্কুলে। সাধারণ জীবনের ফোন করলেও অরিজিতের পারিশ্রমিক আকাশছোঁয়া! শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্টে পারিশ্রমিক নিয়েছেন আড়াই কোটি টাকা।

তাহলে এতটা এত টাকা কি করেন তিনি? অরিজিৎ তাঁর কষ্টার্জিত টাকা নিজের জীবন যাপনের পেছনে নয়, খরচ করেন দাতব্য কাজে। তাঁর অনেক দিনের স্বপ্ন স্কুল করার। জানআ গেছে, সে জন্যেও টাকা জমাচ্ছেন গায়ক।