Thursday, April 25, 2024
দেশ

ইসলাম ধর্ম গ্রহণে জোর, মুসলিম স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন হিন্দু স্বামী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিয়ের পরে স্বামীকে ইসলাম ধর্ম গ্রহণ জোর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের। বাধ্য হয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন হিন্দু স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।

জানা গেছে, ওই যুবকের নাম অজয় কুমার সিং। ২৬ বছর বয়সী ওই যুবক উত্তরপ্রদেশের ফরিদপুর গ্রামের বাসিন্দা। ভালোবেসে মুসকানকে বিয়ে করেছিল সে। কিন্তু অভিযোগ বিয়ের পরে তার স্ত্রী এবং তার শ্বশুরবাড়ির লোকজন ইসলাম ধর্ম গ্রহণের জন্য তাকে জোর করছে।

অজয় কুমারের অভিযোগ, ‘তার স্ত্রী মুসকান দুর্গাপুজোর দিনই বাড়ির দুর্গা মূর্তি ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিচ্ছে। হুমকি দিয়েছে ইসলাম ধর্ম না গ্রহণ করলে সে আত্মঘাতী হবে এবং মৃত্যুর কারণ হিসেবে স্বামীর নাম লিখে যাবে।’


26 শে মার্চ, অজয় ​​এবং তার পরিবার নবরাত্রি চলছিল বলে উপবাস রেখেছিল, তারা সবাই পূজার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং প্রার্থনা শুরু হওয়ার সাথে সাথে তিনি মা দুর্গার মূর্তিটি ফেলে দেন। সে বলল, সে মাংস রান্না করবে এবং সবাইকে খেতে হবে, সে হিন্দু ধর্ম নিয়ে ঠাট্টা ও গালিগালাজ শুরু করে। তিনি অজয় ​​এবং তার পরিবারকে বাড়ির ভিতরে নামাজ পড়তে বলেন।

তারা তা করতে অস্বীকার করলে তিনি তাদের তিন দিনের সময়সীমা দেন যার পরে মুসকান এবং পরিবার অজয়কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে।

অজয় আলিগড় থানায় মুসকান, তার মা, বাবা, ভাই এবং শ্যালকের বিরুদ্ধে FIR দায়ের করেছেন।