Saturday, July 27, 2024
রাজ্য​

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’ নিহত ১

পশ্চিম মেদিনীপুর: জমির ধান তোলা নিয়ে বিবাদের জের ধরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সূত্রের খবর, সেই সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। মৃতের নাম নন্দ পণ্ডিত। ৫৮ বছরের ওই ব্যক্তি তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অজিত পণ্ডিতের দাদা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজিত পণ্ডিতের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য সইফুল মির্জার বিবাদ দীর্ঘদিনের। সেই বিরোধের জেরে নন্দ পণ্ডিত ও অজিত পণ্ডিতদের জমির ধান তুলতে বাধা দেন সইফুল মির্জা ও তার দলবল। বিষয়টি নিয়ে থানায় এফআইআরও দায়ের করা হয়েছিল।

অভিযোগ, এই বিবাদের জেরে, নন্দ পণ্ডিত ও অজিত পণ্ডিতদের বাড়িতে চড়াও হয় সইফুল মির্জার দলবল। নন্দ পণ্ডিতের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পরিবারের। নন্দ পণ্ডিতকে বাঁচাতে গিয়ে পরিবারের একাধিক সদস্য জখন হন। আশঙ্কাজনক অবস্থায় নন্দ পণ্ডিতকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।